নিউজথ্রি :: সাহসী ফটো শেয়ার করে অশালীন আক্রমণের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের তৃণমুল সাংসদ নুসরাত জাহান।
যদিও ছবিগুলো নুসরাত নিজে পোস্ট করেননি, পোস্ট করা হয়েছে তার ফ্যান পেজ থেকে। ফটোশুটের ছবিতে আকাশি রঙের ডিজাইনার লং স্কার্ট ও হলুদ জ্যাকেটে দেখা যায় এই আলোচিত নায়িকাকে।
খোলামেলা ফটোশুটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন সাংসদ এই অভিনেত্রীকে। তারা নানা অশালীন মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নুসরাতের ফ্যান পেজের কমেন্ট বক্স। যেগুলোর বেশিভাগ কমেন্টই ছিল বেশ আপত্তিকর।
যদিও নুসরাত কোনো দিনই ট্রোলকে পাত্তা দেন না। তাই তিনি এধরনের আক্রমণের কোনও জবাবও দেননি।
প্রসঙ্গত, মাস খানেক আগে স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙন ও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণেও সমালোচিত হতে হয়ে নুসরাতকে। তবে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখারই পক্ষপাতী এই বলিউড নায়িকা। #