নিউজথ্রি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশেই ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরি হবে, সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছ। তিনি বলেন, এই উদ্যোগ একদিন সফল হবেই। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরে বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে বিমান বাহিনীর ১১ এবং ২১ স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
বিমান বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের প্রশিক্ষণে উৎকর্ষ আনতে বিমান বাহিনী একাডেমির জন্য এই ঘাঁটিতে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’। মহাকাশ গবেষণা, দেশের বিমান বাহিনী এবং বেসামরিক বিমানকে দ্রুত এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। যেটা প্রতিষ্ঠা হবে লালমনিরহাটে।
জাতীয় পতাকা পাওয়া বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা খুবই গৌরব ও সম্মানের বিষয়। এ পতাকার মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। #