নিউজথ্রি :: মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে সাবেক স্বামীর করা মামলায় গ্রেপ্তার হওয়া আদালতে তোলা হয়েছে।
আজ বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই অভিনেত্রীর পাঁচ দিনের রিমান্ড চাইবে । উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তার সাবেক স্বামী দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করলে বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে পুলিশ স্বর্ণাকে গ্রেপ্তার করে। ২০১৫ সালে স্বর্ণা অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। একাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন স্বর্ণা। তার প্রথম সিনেমা মুক্তির তিন বছর পর সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফের ফেসবুকে পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর কামরুল হাসান সৌদি আরব চলে যাওয়ার পর গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে এই অভিনেত্রি মোট এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।
সম্প্রতি কামরুল দেশে ফিরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে স্বর্ণা তাকে জানিয়ে দেন তিনি অনেক আগেই তাকে তালাক দিয়েছেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার বর্ণনা দিয়ে কামরুল হাসান মোহাম্মদপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ স্বর্ণাকে গ্রেপ্তার করে। #