নিউজথ্রি :: টেস্ট নয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে ছুটি চাইলে বিসিসি তা মঞ্জুরও করেছে। এ জন্য ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবেনা সাকিবকে। তখন তিনি থাকবেন খেলবেন আইপিএলের লড়াইয়ে।
আইপিএলের ১৪তম আসরের গতকালকের নিলামে তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে সাকিবের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তার নাম নিলামে ওঠার পর প্রথমেই আগ্রহ দেখায় কলকাতা। এরপর ২ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে নিতে চায় কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর কলকাতা ২ কোটি ৪০ লাখ রুপি দিতে চায়। তখন পাঞ্জাব দাম হাকে ২ কোটি ৬০ লাখ রুপি। তবে ৩ কোটি ৪০ রুপিতে সাকিবকে পায় নাইটরা। নিলামে কলকাতা তাদের প্রথম খেলোয়াড় হিসাবে দলে ভেড়ায় সাকিবকে ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বোর্ডের প্রধান আকরাম খান বলেন, ‘সাকিব এই মুহূর্তে টেস্ট খেলতে চায়না, টি টোয়েন্টি খেলতে চায়। এ জন্য সাকিব ছুটিও চেয়েছে । আমরা মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। এজন্য সাকিবকে ছুটি দেয়া হবে ।’ অবশ্যই এট্ খুব ভালো উদাহরণ নয় । কিন্তু অনিচ্ছুক কাউকে আমরা খেলাতেও চাই না।’
দুই টেস্টের সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়া অনেকটা নিশ্চিত। মে মাসে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। #