নিউজথ্রি :: মধ্যপ্রাচ্যের দেশ ওমান করোনা মহামারির কারণে দেয়া আন্তর্জাতিক ফ্লাইটের উপর তেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে । এজন্য আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে দেশটিতে আবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। একই দিন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও য়াবার ওমানে ফ্লাইট শুরু করবে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ ডিসেম্বর রাত থেকেই বাংলাদেশ বিমানের ফ্লাইট মাস্কট রওনা হবে। নিয়মিত চলাচল করবে ফ্লাইট। কর্তৃপক্ষ বলেছেন, বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে হবে। ফ্লাইটে খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। তাই দেরি না করে মাস্কটগামী যাত্রীদের এ ব্যাপারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। একই ভাবে যারা ওমান থেকে দেশে ফিরতে চান তারও যোগাযোগ করুণ। #