নিউজথ্রি :: ওমানের দুকুম শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওমানের দুকুম ৫ বাংলাদেশি নিহত হয়েছে। আহতদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ ওমান সময় ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ।
আরও পড়ুন »» ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
দুর্ঘটনার শিকার হন ১০ জন। টার মধ্যে ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে । সড়ক দুর্ঘটনায় নিহত মিনহাজের বাড়ি এনাম নাহার মোড়ের পাশে। অন্যদের সারিকাইত ইউনিয়নে। আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন, দিদারুল ইসলাম ও আশরাফ হোসেন। দুর্ঘটনার শিকার হওয়া ১০ জনই আরব সাগরে মাছ ধরার কাজ করেন। শুক্রবার রাতে তারা সাগরে মাছ ধরে তারা বাসায় ফিরছিলেন। #