নিউজথ্রি :: আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ঐ ৩ নারী সাংবাদিক হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির সংবাদে বলা হয়, ওই নারীদের বয়স ১৮ থেকে বছরের মধ্যে। দু’টি পৃথক ঘটনায় ওই নারীদের হত্যা করা হয়েছে। তবে এসব হত্যাকাণ্ডের মধ্যে সমন্বয় ছিলো বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ অবশ্য দাবি করছে, প্রধান হামলাকারীকে তারা গ্রেফতার করেছেন। তার সাথে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। যদিও তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এ দেশটিতোকে সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানের হামলার শিকার হচ্ছেন। যে তিনজন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কাজ করতেন। ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি বিষয়টির সত্যততা নিশ্চিত করেছেন। #