নিউজথ্রি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ।চিঠি ইতোমধ্যে আইজিপি বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। চিঠিটি দিয়েছেন
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় আইজিপির সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানাগেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।
বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতা সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপিকে এই চিঠি দেয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম ও বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীনের নেতৃত্বে প্রতিনিধি দল আইজিপির সাথে সাক্ষাত করতে যাবেন। #